আমেরিকার স্কুলে লাগাতার বেড়েই চলেছে বন্দুকবাজের হামলা। একের পর এক স্কুলে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালানো হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের উপর। এতে ভীতসন্ত্রস্ত অভিভাবকরা। ভয়ে তাঁরা স্কুলে পাঠাচ্ছেন না বাচ্চাদের। পরিস্থিতি নাগালের বাইরে বেরোচ্ছে দেখে দেশটির ওহিও প্রদেশে নতুন আইন আনতে চলেছে প্রশাসন।
ওই আইনে বলা হয়েছে, সুরক্ষার স্বার্থে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন। বিশেষ করে স্কুলে থাকাকালীন সব সময় শিক্ষকদের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখতে হবে। তবে তার আগে শিক্ষকদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরই তাঁদের হাতে তুলে দেওয়া হবে বন্দুক।
এই সিদ্ধান্তে খুশি কেউ কেউ। অনেকে বলছেন, এতে স্কুলগুলিতে হামলা কমবে। নিরাপত্তা বাড়বে পড়ুয়াদের। তবে একাংশ মনে করছেন, এতে হামলা বাড়বে। স্কুলগুলির উপর আক্রমণ দ্বিগুণ হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই টেক্সাসের এক প্রাথমিক স্কুলে আচমকা হামলা চালায় এক ১৮ বছরের কিশোর। তার ছোঁড়া গুলিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১৯ জন পড়ুয়া। পরে পুলিসের গুলিতে নিহত হয় ওই বন্দুকবাজ কিশোর।