ব্রেকিং নিউজ
This-piece-of-potato-chips-costs-about-2-lakh-rupees-you-will-be-surprised-to-know-the-cause
Potato Chips: এক টুকরো আলুর চিপসের দাম প্রায় ২ লক্ষ টাকা! কারণ জানলে অবাক হবেন

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-13 20:41:32


এক টুকরো আলুর চিপসের দাম প্রায় ২ লক্ষ টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কিন্তু এই চিপসের দাম এত বেশি কেন?

আদতে গোবেচারা এক টুকরো আলুর চিপস। অথচ তার এমন মাত্রাতিরিক্ত দাম! ইতিমধ্যে বিক্রির জন্য ওই চিপসটিকে অনলাইনে তোলা হয়েছে। তবে কী এমন বিশেষত্ব আছে এই চিপসে?

জানা গিয়েছে, গত ৩ মে এক অনলাইন কেনাবেচার একটি সাইটে ওই আলুর চিপসটিকে বিক্রির জন্য তুলেছেন লন্ডনের এক বাসিন্দা। জানা গিয়েছে, সেটি অনিয়ন ফ্লেভার স্পেশাল চিপস। বিক্রেতার বক্তব্য, এটি একেবার নতুন ধরনের একটি চিপসের পিস। তাঁর কথায়, ''ব্র্যান্ড নিউ, অব্যবহৃত, খোলা হয়নি, কোনওভাবে ক্ষতিগ্রস্ত নয় চিপসটি।'' সেই কারণেই এই এক পিস আলুর চিপসের দাম রাখা হয়েছে ২ হাজার ইউরো। ভারতীর মুদ্রায় ১ লক্ষ ৬৩ হাজার টাকার কাছাকাছি।

আরও কারণ উল্লেখ করেছেন ওই বিক্রেতা। বলা হয়েছে, চিপসটির অভিনব আকৃতিও এতখানি দাম ওঠার অন্যতম কারণ। এর মাথার দিকে রয়েছে ভীষণই আলাদা ধরনের একটি ভাঁজ। যা চিপসটির বাকি অংশের আকৃতির সঙ্গে নাকি দারুণ মাননসই। এর ফলেই প্রায় দুই লক্ষ টাকা দাম নিরীহ ওই আলুর চিপসের। আসলে ইন্টারনেটের দুনিয়ায় আজব কাণ্ডের শেষ নেই। কোন কারণে যে কী ঘটনা ভাইরাল (Viral) হবে, তা বলা বেজায় কঠিন। তবে নেটিজেনরা এই চিপসের এত দাম হওয়ার কোনও কারণই খুঁজে পাচ্ছেন না।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন