ক্রিস্টিনা দিমিত্রেঙ্কো (Cristina Dimitrenko) ইউক্রেনের (Ukraine) একজন পেশাদার শুটার (shooter)। ২০১৬ সালের যুব অলিম্পিক গেমসে (Youth Olympic Games) শুটিং প্রতিযোগিতায় (Shooting Competition) সোনা জিতেছিলেন (Gold Won) তিনি। তবে এবার তিনি খেলার মঞ্চে নয়, যুদ্ধক্ষেত্রে নিজের শুটিং দক্ষতা দেখাবেন। মাতৃভূমি রক্ষায় নিজে হাতে তুলে নিলেন বন্দুক এবং সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পশ্চিমে কারপাথিয়ান পার্বত্য অঞ্চলে আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস্টিনা। ২৭ শে ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে (Switzerland) এবং তারপরে ইতালিতে (Itali) পাড়ি দেওয়ার কথা ছিল। এরই মধ্যে ২৪ ফেব্রুয়ারি তাঁর দেশে রুশ আক্রমণ শুরু হয়। ধ্বংসলীলায় মেতে ওঠে রাশিয়া (Russia)। এতে বদলে যায় শুটারের জীবনধারা।
উল্লেখ্য, রাজধানী কিয়েভ (Kyiv) এবং চেরনোহিতে রুশ বাহিনীর আগ্রাসন দেখে নিজেকে আর স্থির রাখতে পারেননি ক্রিস্টিনা। যোগ দেন সেনাবাহিনীতে। পাশাপাশি যোগাযোগ করেন ইউক্রেনের জাতীয় সেনাবাহিনীর সঙ্গে। বিশেষ প্রশিক্ষণের শেষে রুশ সেনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামবেন বলে জানা গিয়েছে।
দেশের সংবাদমাধ্যমকে জানান, জীবনেও ভাবেননি এমন কিছু ঘটে যাবে। শত্রুকে নিয়ে ভয় পাচ্ছেন না তিনি। পাশাপাশি বলেন, খুব ভালো গুলি চালান তিনি। আক্রমণকারীদের কোনো সুযোগ দেবেন না। মাতৃভূমিকে রক্ষা করবেনই। শেষ পর্যন্ত লড়াই করবেন। জয় তাঁদেরই হবে বলে বিশ্বাস।