প্রয়াত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের রচয়িতা তথা বিশিষ্ট সাংবাদিক আবদুল গফফার চৌধুরী। তিনি লন্ডনে চিকিত্সাধীন অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে তিনি সকলকে ছেড়ে চলে যান। তিনি শুধুমাত্র একজন গীতিকার ছিলেন না, ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক এবং সাহিত্যিক।
সাংবাদিকতার পাশাপাশি তিনি লিখে গিয়েছেন অসংখ্য উপন্যাস এবং স্মৃতিকথা। এছাড়াও ছোটদের উপন্যাস লেখক হিসেবেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় ৩০ টি। এছাড়াও 'পলাশী থেকে বাংলাদেশ', 'রক্তাক্ত আগস্ট' 'একজন তাহমিনা' প্রভৃতি গুরুত্বপূর্ণ নাটক লিখেছেন।