মঙ্গলবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল করাচি বিশ্ববিদ্যালয় (Karachi University Blast) চত্বর। আত্মঘাতী বোমা হামলায় একটি গাড়িতে থাকা তিন চিনা নাগরিক-সহ চারজনের মৃত্যু হয়। বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA) এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। আর বিএলএ-এর হয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল শারি বালোচ(Shari Baloch) ওরফে ব্রামশ নামে এক মহিলা। বিএলএ এক বি্বৃতিতে জানিয়েছে এ কথা।
উল্লেখ্য, মানববোমা (human bomb) হিসেবে ব্যবহৃত শারি বালোচের পরিচয় জানার পর থেকেই অনেকে চমকে গিয়েছেন। জানা গিয়েছে, ৩০ বছরের শারি জীববিদ্যা ও দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। এমফিল করেছেন আলামা ইকবাল মুক্ত বিশ্ববিদ্যালয় (Alama Iqbal Open University) থেকে। ২০১৪ সালে বিএড (BEd) করেন। এবং ২০১৮-য় এমএড করেন শারি। বালুচিস্তানের কেচ জেলায় একটি প্রাথমিক স্কুলে বিজ্ঞানের শিক্ষিকা হিসেবেও কাজ করছিলেন। এমনকি দুই সন্তানের মা শারি। আর তার স্বামী পেশায় একজন ডাক্তার।
এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর দশ ঘণ্টা আগে নিজের টুইটার হ্যান্ডলে শারি লিখেছিলেন, ‘গুড বাই’(Good Bye)। এই হামলার পর শারির স্বামী হাবিতান বাশির বালোচ টুইট করে গর্ব প্রকাশ করেন। তিনি লিখেছেন, তাঁর স্ত্রীর নিঃর্স্বার্থ বলিদানে তিনি নির্বাক। সেই সঙ্গে তাঁর বুক গর্বে ভরে যাচ্ছে। আরও লেখেন, তাঁদের দুই সন্তান মাহরোচ ও মীর হাসান বড় হয়ে যখন জানতে পারবে তার মা ছিল একজন ‘মহান’ মহিলা, তখন তারা গর্ব অনুভব করবে।
মঙ্গলবার পাকিস্তানের (Pakistan) করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে হওয়া বিস্ফোরণের (Karachi blast) পর সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বোরখা পরে বিশ্ববিদ্যালয়ের গেটের মুখে দাঁড়িয়ে শারি। চিনা নাগরিকদের নিয়ে সাদা রঙের একটি ভ্যান বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যাওয়ার মুখেই বিস্ফোরণটি ঘটে।