২৫ এপ্রিল, ২০২৪

Pakistan: ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ৫ সেনার, দায় স্বীকার করল বেলুচিস্তানে লিবারেশন ফ্রন্ট
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-07 13:59:42   Share:   

ভয়াবহ বিস্ফোরণে (Blast) ৫ সেনার মৃত্যু। আহত হয়েছেন বেশ কয়েক জন। পাকিস্তানের (Pakistan) বেলুচিস্তানে সেনা কনভয়ে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বিস্ফোরণ। হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। 

সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলুচিস্তানের কেচ জেলার তুরবতের দানুক এলাকায় সেনা কনভয়ে এই হামলা চালানো হয়েছে। তুরবতের সেনা শিবিরে থেকে কনভয়টি দানুক এলাকায় পৌঁছতেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে কনভয়ের একটি গাড়ি উড়ে গিয়েছে। তখনই গাড়ির মধ্যে থাকা ৫ সেনার মৃত্যু হয়। এমনকি ঘটনার জেরে বেশ কিছু সেনা আহতও হয়। 

বিএলএফ-এর(BLF) মুখপাত্র মেজর ঘোরাম বালোচ বলেছেন, “বেলুচিস্তানের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। তার জন্য জীবন দিতেও দু-বার ভাববো না। আমরা এই হামলার দায় স্বীকার করছি। তিনি আরও বলেন, এখানে কিছু গোপন করতে চায় না। কারণ আমরা সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করছি। আগামী দিনেও এ ধরনের হামলা জারি রাখা হবে।”এই ঘটনার পরেই বিএলএফ-এর সদস্যরা দানুকের বসতি এলাকায় আগুন ধরিয়ে দেয়। যদিও পরে সেই এলাকার দখল নেয় পাক সেনা।


Follow us on :