সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভীতিকর ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে নেটাগরিকরা রীতিমতো আতঙ্কিত। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা টুইটারে ওই ভিডিওর একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন। যার ক্যাপশনে লেখা, 'সাবধান হন, প্রশিক্ষিত কর্মীদের সাহায্য নিন।'
ভিডিও ক্লিপটিতে দেখা গিয়েছে, লুকিয়ে থাকা একটি সাপকে ধরার জন্য একজন মহিলা জুতোর ভিতরে রড ঢুকিয়ে সাপটি বার করার চেষ্টা করছেন। সেখান থেকে সাপ বেরিয়ে এসে মহিলাকে আক্রমণ করারও চেষ্টা করছে। কিন্তু মহিলা অত্যন্ত সতর্কতার সঙ্গেই সাপটিকে ধরার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত তিনি জুতো থেকে সাপটিকে বের করে আনতে সক্ষমও হন।
You will find them at oddest possible places in https://t.co/2dzONDgCTj careful. Take help of trained personnel.
— Susanta Nanda IFS (@susantananda3) July 11, 2022
WA fwd. pic.twitter.com/AnV9tCZoKS
জুতো পরার আগে সবার ভালো করে দেখে নেওয়া কেন দরকার। এমনই বার্তা দেওয়া হয়েছে ভিডিওতে। তিনি আরও যোগ করেছেন, বিশেষ করে বর্ষার মরশুমে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ।
শেয়ার করার পর থেকে ক্লিপটিতে ১ লক্ষের বেশি ভিউ হয়েছে এবং সেটি ৩ হাজারেরও বেশি লাইক অর্জন করেছে৷ কমেন্টে ইন্টারনেট ব্যবহারকারীরা ভিডিওটিকে "ভীতিকর" বলে অভিহিত করেছেন। অন্যরা তথ্যটি ভাগ করে নেওয়ার জন্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন৷