বর্তমানে সোশ্যাল মিডিয়াকে ভাইরাল মিডিয়া বলাই যায়। পৃথিবীর শেষপ্রান্তে ঘটে যাওয়া ঘটনাও মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। আর তা নিয়ে নেটপাড়ার বাসিন্দাদের উৎসাহও কম থাকে না। এখন শক্তিশালী একটি মাধ্যমে পরিণত হয়েছে সামাজিক মাধ্যম। প্রতিবাদের কণ্ঠ হয়েছে এই মাধ্যম। সম্প্রতি একটি মজাদার পদত্যাগপত্র ইন্টারনেটে দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। ছোট, মিষ্টি এবং অভিনব ভাবনা জড়িত পদত্যাগপত্রটি দেখে বেশ উচ্ছ্বসিত ব্যবহারকারীরা।
ইস্তফাপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
সেই ছবি টুইটারে শেয়ার করেছেন কাবেরী নামে এক ব্যবহারকারী। ক্যাপশনে লিখেছেন, "সংক্ষিপ্ত এবং মিষ্টি। "
ভাবছেন, কী লেখা আছে সেই বহু আলোচিত চিঠিতে? দেখে নিন সেই ছবি-
এরপর বহু মানুষ তাদের কাছে আসা বিভিন্ন ধরনের পদত্যাগপত্রগুলি স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করেছেন। দেখা মিলেছে সব অদ্ভুদ ভাবনা-চিন্তার পদত্যাগপত্র।