২০ এপ্রিল, ২০২৪

Afghanisthan: কাবুলের শিক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ১৯, গুরুতর ১৯
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-30 13:47:25   Share:   

ফের বিস্ফোরণে (blast) কাঁপল কাবুল (Kabul)। শিক্ষাঙ্গনে আত্মঘাতী বিস্ফোরণে ঝরল রক্ত। প্রাণ (Death) গেল ১৯ জনের। আহত আরও ২৭। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। কাবুল পুলিসের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। রাজধানীর সিজে এলাকায় অবস্থিত ওই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। তবে হামলার পিছনে কতজন রয়েছেন তা এখনও জানা যায়নি। যে সময় হামলা চালায়, তখন পরীক্ষা চলছিল শিক্ষাকেন্দ্রে।

পাশাপাশি প্রতিবেদন লেখা অবধি কোনও জঙ্গি সংগঠনের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি। বিস্ফোরণের পর ওই এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ওই শিক্ষাঙ্গন থেকে রক্তাক্ত মৃতদেহগুলি বের করে নিয়ে আসে কাবুলের পুলিস।

উল্লেখ্য, আমেরিকার সেনা সরে যেতেই ঘানি সরকারের পতন ঘটে। আফগানিস্তানের দখল নেয় তালিবান। আর ঘটনার কথা জানতে পেরে তালিবানের পক্ষ থেকে জানানো হয়, তাদের নিরাপত্তারক্ষীরা সেখানে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তালিবান সরকার।


Follow us on :