০৫ অক্টোবর, ২০২৩

Earthquake: আন্দামানে পরপর ভূমিকম্প, কেঁপে উঠল দ্বীপপুঞ্জ
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

আন্দামান সাগরে পরপর ভূমিকম্প। ভোরবেলা কেঁপে উঠেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৫.০। শক্তিশালী কম্পনটি মঙ্গলবার সকাল ৫.৫৭ মিনিট নাগাদ প্রথম অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট ব্লেয়ারের ২১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সোমবার বিকেল ৫.১৮ মিনিটে প্রথম কম্পনটি দ্বীপপুঞ্জের আশেপাশের এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এটি ৪.৬ রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কম্পন ঘটেছে। যার বেশিরভাগই রিখটার স্কেলে ৪.৫ এর কাছাকাছি ছিল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, দুই দিনে অন্তত ২৪টি কম্পন রেকর্ড করা হয়েছে। দ্বিতীয়বার ভূমিকম্পের ভরকেন্দ্র ছিল পোর্টব্লেয়ারের ১৮৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আন্দামান সাগরের ৩০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে জানিয়েছে আন্দামান প্রশাসন।


Follow us on :