ব্রেকিং নিউজ
Sri-Lankas-fuel-crisis-is-at-its-peak-fuel-passes-have-been-introduced
SriLanka: শ্রীলঙ্কায় জ্বালানির সংকট চরমে, চালু হল ফুয়েল পাস

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-16 19:38:44


চরম সংকট চলছে জ্বালানির। অবশেষে শ্রীলঙ্কায় চালু হল ন্যাশনাল ফুয়েল পাস। সেখানকার বিদ্যুত্ এবং শক্তি দফতরের মন্ত্রী এই পাস চালু করেন। ক্ষুদ্র এই দ্বীপে গত কদিন ধরে যে ভয়াবহ সংকট চলছে, তার পরিপ্রেক্ষিতেই সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, এই পাস আসলে জ্বালানির রেশনিং ব্যবস্থা। গাড়ির নানা কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার পর নাগরিকদের ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের জন্য দেওয়া হবে কিউ আর কোড। এরপরই নিয়ম মেনে তাঁরা জ্বালানি তুলতে পারবেন। পর্যটক এবং বিদেশিদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

তবে এর সুবিধা কী? জানা গিয়েছে, এই কার্ড থাকলে সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি পাওয়াটা নিশ্চিত হবে।

উল্লেখ্য, শুধু জ্বালানি নয়, এখানে খাদ্য, ওষুধ সহ নানা জিনিসেরই সংকট চলছে। আর্থিক দিক থেকে পুরো দেশের কাঠামোই ভেঙে পড়েছে। টানা বিক্ষোভ চলার পর শেষমেশ রাষ্ট্রপতি রাজাপক্ষে পদত্যাগ করতে একরকম বাধ্য হয়েছেন।  






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন