ব্রেকিং নিউজ
Sri-Lankan-President-Gotabhaya-Rajapaksa-is-going-to-Singapore-from-Maldives
Sri Lanka: মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যাচ্ছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-14 11:33:26


ইস্তফা না দিয়েই বুধবার দেশ থেকে পালিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে। আশ্রয় নিয়েছিলেন মালদ্বীপে। এবার সেখান থেকে শীঘ্রই সিঙ্গাপুরে যাচ্ছেন বলে খবর। যার জেরে বুধবার রাতে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বলে সূত্রের খবর।


দ্বীপ দেশটির সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আরও উত্তেজিত হয়ে ওঠেন। যার জেরে ইস্তফা না দিয়েই দেশ ছাড়লেন। ইস্তফা দিয়ে সুরক্ষিতভাবে দেশ ছাড়তে পারতেন না বলে জানিয়েছে ঘনিষ্ঠ মহল। তাই রাতের অন্ধকারেই সস্ত্রীক মালদ্বীপ পৌঁছে যান রাজাপক্ষে।


সূত্র মারফত খবর, সিঙ্গাপুরে অবতরণের পর রাজাপক্ষে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠাতে পারেন। অন্যদিকে, খবর অনুযায়ী, ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের কাছে অপেক্ষমান সাংবাদিকদের নিরাপত্তা কর্মকর্তারা সরিয়ে দিয়েছে্ন।


গোতাবায়া রাজাপক্ষে দ্বীপ দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বুধবার শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন