Share this link via
Or copy link
রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine) যুদ্ধ দু'মাস অতিক্রম করেছে। যুদ্ধ থামার নাম নেই। বরং আরও ধ্বংসাত্মক হয়ে উঠেছ রাশিয়া (Russia)। একের পর এক পরমাণু হামলাতে কার্যত সাজানো শহর পরিণত হয়েছে মৃত্যুভূমিতে। আর যুদ্ধের একমাস পর থেকেই আমেরিকা (America)-সহ ন্যাটোভুক্ত দেশগুলি অস্ত্র দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউক্রেনকে(Ukraine)। আর তাতে ক্ষুব্ধ রাশিয়া। এমনকি তৃতীয় বিশেযুদ্ধের হুঁশিয়ারিও দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী (Foreign Minister) সের্গেই লাভরভ।
যুদ্ধ (Russia-Ukraine War) শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনের পাশে রয়েছে ন্যাটোর অন্তর্ভুক্ত একাধিক দেশ। রাশিয়া এর আগেও ন্যাটোকে বারবার সাবধান করেছে, যাতে অস্ত্র দিয়ে সাহায্য না করে। এর পরিণাম তৃতীয় বিশ্বযুদ্ধ(Third world war)। সম্প্রতি ইউক্রেনকে যুদ্ধবিমান এবং সমরাস্ত্র পাঠিয়েছে ন্যাটো। আর তাতেই ক্ষুব্ধ রাশিয়া।
মঙ্গলবার একটি রুশ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, রাশিয়াকে নিশানা করতেই ওই সমস্ত অস্ত্র পাঠানো হচ্ছে। এককথায়, রাশিয়ার সঙ্গে অকথিত যুদ্ধ শুরু করে দিয়েছে ন্যাটোবাহিনী। আর যুদ্ধ মানে পরিষ্কাভাবেই যুদ্ধই। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। তা অস্বীকার করা যায় না। পাশাপাশি একের পর এক শান্তি বৈঠক ব্যর্থ কিয়েভের কারণেই হয়েছে বলে জানান রুশ বিদেশমন্ত্রী।
প্রসঙ্গত, আজ, বুধবার নিরাপত্তা নিয়ে আমেরিকার নেতৃত্বে ৪০টিরও বেশি দেশে বৈঠক হওয়ার কথা। যুদ্ধ পরবর্তী পরিস্থিতি এবং ইউক্রেনকে সামরিক সাহায্য নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। বৈঠকে যোগ দিয়েছে নরওয়ে, সুইডেনের মতো আপাত নিরপেক্ষ দেশগুলিও।