ব্রেকিং নিউজ
Record-breaking-first-corona-attack-in-North-Korea
North Korea: রেকর্ড ভেঙে উত্তর কোরিয়ায় প্রথম করোনা আক্রান্তের হদিশ

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-12 16:09:19


গোটা বিশ্বজুড়ে টানা আড়াই বছর ধরে চলছে কোভিডের (Covid-19) বাড়বাড়ন্ত। প্রায় প্রতিটি দেশেই হানা দিয়েছে এই মারণ ভাইরাস (Coronavirus)। কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছেন, মারাও গিয়েছেন। কেবল ব্যতিক্রম ছিল উত্তর কোরিয়া (North Korea)। মহামারী শুরু হওয়ার পর এতদিনে একজনও আক্রান্ত হননি সেদেশে, এমনটাই দাবি উত্তর কোরিয়ান সরকারের। তবে এবার রেকর্ড ভাঙল। কিম জং উনের  (Kim Jong Un) দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্তের (1st Covid Affected) হদিশ মিলল। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা যায়।

উল্লেখ্য, করোনা (Corona) আক্রান্তের খোঁজ মেলার সঙ্গে সঙ্গেই দেশে ঘোষণা করা হল 'জাতীয় জরুরি অবস্থা (Severe National Emergency)'। জানা গিয়েছে, গত দু’‌ দিন ধরে লকডাউন (Lockdown) রয়েছে রাজধানী পিয়ংগিয়াংয়ে। উত্তর কোরিয়ার জাতীয় সংবাদমাধ্যমও ওমিক্রন সংক্রমণের কথা জানিয়েছে। তবে কত জন আক্রান্ত, তা বলা হয়নি।

শাসক কিম জং উন সহ শীর্ষ নেতারা বিপর্যয় মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন। এরপরই কড়া লকডাউনের কথা ঘোষণা করা হয়। যদিও অনেকে মনে করছেন, দেশটিতে এই ভাইরাসের সংক্রমণ অনেক আগে থেকেই রয়েছে। কারণ সেদেশের পড়শি দেশ দক্ষিণ কোরিয়া (South Korea), চিনে (China) সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। শুধু কিম সরকার সংক্রমণের কথা প্রকাশ্যে আনেনি।

২০১৯ সালে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তর কোরিয়ার সীমান্তে কড়া ব্যবস্থা জারি করা হয়েছিল। বর্তমানেও সেই কঠোর নিয়ম জারি রয়েছে।  উত্তর কোরিয়ায় জনসংখ্যা ২ কোটি ৫০ লক্ষ। এখনও নাগরিকদের কোনও কোভিড টিকা দেওয়া হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চিন ও রাশিয়ার তরফে উত্তর কোরিয়ায় করোনা টিকা সরবরাহের প্রস্তাব দেওয়া হলেও, কিম সরকার সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল। চিকিৎসা পরিষেবাও শক্তিশালী নয় সে দেশের। এ থেকে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, দেশটিতে করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ বাহিনী গঠন করা হয়েছে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন