শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি যত খারাপ হচ্ছে ততই যেন জনরোষ বাড়ছে। শনিবার ব্যারিকেড ভেঙে উত্তেজিত জনতা রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনের দিকে এগিয়ে গেলে পুলিসের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস শূন্যে গুলি চালায়। যদিও শনিবারই তাঁর এই বাসভবন ছেড়ে নিরাপদ জায়গায় কার্যত পালিয়ে গিয়েছেন রাষ্ট্রপতি। সূত্রের খবর, বিক্ষোভকারীরা আজ, রবিবার কলম্বোতে লঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবন ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হলেও তারা প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে। প্রধানমন্ত্রীর গাড়ি ভেঙে দিতেও দেখা গিয়েছে।
উল্লেখ্য, রনিল বিক্রমাসিংহ, মে মাসে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এই পরিস্থিতির জেরে রবিবার তিনি টুইট করে বলেন, সরকারের ধারাবাহিকতা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। দলীয় নেতাদের ও জনগণের সর্বোত্তম সুপারিশ গ্রহণ করলেন।
প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সনাথ জয়সুরিয়া এবং মাহেলা জয়াবর্ধন শ্রীলঙ্কাবাসীর সহিংসতার নিন্দা করেছেন এবং শান্ত থাকার আবেদন জানিয়েছেন।
রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের তার সরকারি বাসভবন থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আগে শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি জাহাজে স্যুটকেস তোলার ভিডিও প্রকাশিত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, স্যুটকেসগুলো ছিল প্রেসিডেন্ট রাজাপক্ষের। রাষ্ট্রপতি প্রাসাদের গেট ভেঙ্গে ভেতরে ঢোকার পর সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারে শত শত বিক্ষোভকারীকে বাসবভনের কক্ষের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখা যায়। আবার কেউ কেউ কম্পাউন্ডের সুমিং পুলে ঝাঁপিয়ে পড়ে।
অনেকেই দেশটির পতনের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে দায়ী করছেন। তাঁর পদত্যাগের দাবিতে মার্চ মাস থেকে ব্যাপকভাবে বিক্ষোভ চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে অসন্তোষ আরও খারাপ হয়ে উঠেছে। কারণ আর্থিক সংকটে থাকথা দেশটি জ্বালানীর চালান গ্রহণ বন্ধ করে দিয়েছে। স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে এবং প্রয়োজনীয় পরিষেবার জন্য পেট্রোল ও ডিজেলের রেশনিং বন্ধ করেছে। এরফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে অর্থনৈতিক সংকটের মধ্যে তাঁর বিরুদ্ধে কয়েক মাস প্রতিবাদের পর আগামী বুধবার পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। সূত্রের খবর, স্পিকার ৩০ দিনের জন্য রাষ্ট্রপতি হবেন, এরেমধ্যে নতুন সংসদ নেতা নির্বাচন করা হবে।
প্রসঙ্গত, রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার নেতাদের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, যেকোনও নতুন সরকারের উচিত "দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা। এবং জনগণের অসন্তোষের সমাধানগুলি চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করা।"