ভয়াবহ আগুন (Fire) দুতলা জাহাজে (Ship)। ওই জাহাজে সে সময় উপস্থিত ১৫৭ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সে (Philippines)। রাজধানী ম্যানিলা (Manila) থেকে ৬০ কিলোমিটার পূর্বে একটি বন্দরে পৌঁছনোর ঠিক আগে ফেরিতে আগুন ধরে যায়। ঘটনায় নিহত (Death) হয়েছেন ৫ জন মহিলা এবং ২ জন পুরুষ। ১২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বলে কোস্ট গার্ড (coast guard) এক বিবৃতিতে জানিয়েছে।
INCIDENT REPORT: The @coastguardph responded to a maritime incident involving MV MERCRAFT 2, a fast craft vessel that reported fire onboard in the vicinity waters off Real, Quezon today, 23 May 2022. pic.twitter.com/FItWkxtNdR
— Philippine Coast Guard (@coastguardph) May 23, 2022
যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। উপকূলরক্ষী বাহিনী বেশ কয়েকটি ছবি শেয়ার (Share) করেছে। যেখানে লাইফ ভেস্ট পরা কিছু লোক উদ্ধারকার্যে নেমেছেন। তখনও আগুন জ্বলছে ওই জাহাজে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। আতঙ্কিত বেশ কিছু যাত্রী ঝাঁপ দিচ্ছেন জাহাজ থেকে।
জাহাজটি পোলিলো দ্বীপ (Polillo Island) থেকে যাত্রী নিয়ে রওনা দিয়েছিল। যা দ্বীপপুঞ্জের উত্তর-পূর্ব দিকে এবং রিয়াল (Real) শহরে নোঙ্গর করার কথা ছিল। স্থানীয় সময় ভোর ৫ টার দিকে জাহাজটিতে আগুন ধরে যায় এবং স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগে গিয়েছিল বলে খবর। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফিলিপিন্স কোস্ট গার্ড।
প্রাথমিকভাবে জাহাজটিতে কতজন যাত্রী ছিল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কোথাও কোথাও বলা হচ্ছে আরও বেশি যাত্রী ছিল, যা লুকানো হচ্ছে। সবরকম পরীক্ষানিরীক্ষার পরই কি ছাড়া হয়েছিল, উঠছে একাধিক প্রশ্ন।