শ্রীলঙ্কার (Srilanka) পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। প্রতিবাদ-বিক্ষোভ (Agitation) সংঘটিত হচ্ছে আরও জোরদারভাবে। উদ্ভুত পরিস্থিতিতে শ্রীলঙ্কায় সেনাশাসন (Military Rule) জারি। মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা জুড়ে। সূত্রের খবর, বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে মঙ্গলবার সকালেই গোপনে সপরিবারে বাসভবন (Residence) ছেড়ে ত্রিঙ্কামালিতে নৌসেনাঘাঁটিতে (Naval Base) আশ্রয় নিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।পাশাপাশি জরুরি ভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন ডাকার আহ্বান শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের। মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষেকে জরুরি ভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন ডাকার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে শ্রীলঙ্কা জ্বালানি, ওষুধ এবং বিদ্যুৎ সরবরাহের তীব্র ঘাটতির সম্মুখীন হচ্ছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। বৈদেশিক মুদ্রার অভাবের কারণে অর্থনৈতিক সংকটের সৃষ্টি।