২৪ এপ্রিল, ২০২৪

Japan: উত্তাপ বাড়ল কোরিয়া পেনিনসুলায়, জাপানের আকাশসীমায় নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-04 16:04:32   Share:   

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার (South Korea) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ইউএস ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে ওয়াশিংটন-সিওল। এই পরিস্থিতিতে ফের উত্তাপ বাড়ল কোরিয়া পেনিনসুলা অঞ্চলে। উত্তর কোরিয়ার (North Korea) ছোড়া ব্যালিস্টিক মিসাইল (Missile Fire) জাপানের আকাশসীমার উপর দিয়ে গিয়ে পড়ে প্রশান্ত মহাসাগরে। আর এই ঘটনায় চরম সর্তকতা অবলম্বন জাপ (Japan) সরকারের। এএনআই সূত্রে খবর, কিমের দেশের ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় হোকাইডো ও আয়োমরির বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

জাপান সরকারের এক শীর্ষকর্তা জানান, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিট নাগাদ উত্তর-পূর্ব জাপান অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। মূলত যাকে উদ্দেশ্য করে উত্তর কোরিয়ার এই আস্ফালন, সেই দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছে, মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

রয়টার্স সূত্রে খবর, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জেরে উত্তর জাপানে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০১৭ সালের পর এই প্রথম জাপানে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।


Follow us on :