জাপানের (Japan) টোকিওতে (Tokyo) মঙ্গলবার কোয়াড (QUAD) গোষ্ঠীর বৈঠক ছিল। বৈঠকে যোগ দিতে সোমবার রাজধানী টোকিও উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। দ্বিতীয়বার সশরীরে উপস্থিত হন তিনি। বৈঠকের পর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Picture) হয়। যেখানে দেখা যায়, বিশ্বের দাপুটে নেতাদের সঙ্গে সিঁড়ি দিয়ে নেমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একেবারে প্রথমে রয়েছেন তিনি। আর তাঁর পিছনে রয়েছেন জাপানের প্রেসিডেন্ট ফুমিও কিসিদা (President Fumio Kiseida), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) সহ আরও অনেকে। এই ছবি দেখেই 'বিশ্বনেতা' বলে সম্বোধন করে বসেন মোদী অনুরাগীরা।
এমনকি টুইট (Tweet) করে মোদীকে ‘বিশ্বনেতা’ বলে সম্বোধনও করছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। লিখেছেন, “গোটা বিশ্বের নেতা… এই ছবিই নিঃশব্দে অনেক কথা বলে দিচ্ছে।”
Leading the world… a picture is worth a thousand words. pic.twitter.com/T4lJ8rFt1u
— Amit Malviya (@amitmalviya) May 24, 2022
কেউ কেউ এই ছবির দেখে বলে ওঠেন, সকলের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকেনা। যাঁদের মধ্যে থাকে তাঁরাই বিশ্বের নেতা হয়ে উঠতে পারেন। মোদীর মধ্যে সেই গুণ রয়েছে। যা সকলের থেকে অনন্য।
একই ছবি পোস্ট করে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি (Smriti Zubin Irani ) লেখেন, 'প্রধান সেবক... পথ জানে, পথ চলে এবং পথ দেখায়।'
Pradhan Sevak — knows the way , goes the way , shows the way 🙏 pic.twitter.com/QTpN8ODxhR
— Smriti Z Irani (@smritiirani) May 24, 2022
উল্লেখ্য, এই বৈঠকের আলোচনার অন্যতম বিষয় শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন। মঙ্গলবার বৈঠকের শুরুতেই চিনকে (China) তীব্র বিঁধে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাধীনতা (Freedom) বজায় রাখতে কোয়াড জোট বদ্ধপরিকর। কেবল তাই নয়, জলবায়ু পরিবর্তন, বিপর্যয় মোকাবিলা, ভ্যাকসিন সরবরাহ, অর্থনৈতিক সহযোগিতার মতো বিভিন্ন ক্ষেত্রে একজোট হয়ে কাজ করেছে কোয়াড। এবং আগামী দিনেও একসঙ্গে কাজ করবে।