থাইল্যান্ডের (Thailand) সীমান্তে কম্বোডিয়ার একটি হোটেল-ক্যাসিনোতে (Cambodian hotel-casino) ভয়াবহ আগুন (Fire) লাগে। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় পোয়েপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে আগুন লাগে। পুলিস জানিয়েছে, আগুনে প্রায় ৩০ জন আহত হয়েছেন।
ওই হোটেলে আগুন লাগার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা গিয়েছে , দাউদাউ করে জ্বলছে হোটেল-ক্যাসিনো। প্রাণ বাঁচাতে বহুতল থেকে অনেককেই ঝাঁপ দিতে দেখা যায়। এদিকে, থাই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, হোটেলের অরফ থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। আহতদের থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। বেশ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। থাই উদ্ধারকারী সংস্থা, রুয়ামকাতানিউ ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক বলেছেন যে, আগুন প্রথম তলায় লেগেছিল। এরপর তা দ্রুত বহুতলে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গ্র্যান্ড ডায়মন্ড সিটি থাই-কম্বোডিয়ান সীমান্তে অবস্থিত বেশ কয়েকটি ক্যাসিনো-হোটেলের মধ্যে একটি।