২০ এপ্রিল, ২০২৪

Marburg Virus: আফ্রিকা ভয় ধরাচ্ছে মারবার্গ ভাইরাস, এখন থেকেই সতর্ক হু
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-15 14:52:57   Share:   

এখনও পুরোপুরি বিদায় নেয়নি করোনাভাইরাস (Coronavirus)। কোভিড সংক্রমণ, অতিমারির ভয়াবহতার স্মৃতি মানুষের মনে রয়েছে। তার মধ্যেই ‘মারবার্গ’ ভাইরাস নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই ভাইরাস সংক্রমণে মৃত্যুও হতে পারে বলে জানিয়েছে। এর আগেও করোনার মাঝে এই প্রাণঘাতী ভাইরাস মারবার্গ (Marburg) দাপট চালিয়েছিল। আফ্রিকার (Africa) বহু দেশ করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে। তার মাঝে এই নয়া বিপত্তি। মধ্য আফ্রিকার দেশগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। যার কারণে প্রাণ গিয়েছে ৯ জনের।

২০১৪ সালে ইবোলার দাপটের কথা মনে পড়ে? যার কারণে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে প্রায় ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বলা হচ্ছে মারবার্গ ভাইরাস ইবোলার মতোই মারাত্মক রক্তক্ষরণজনিত জ্বর তৈরি করে। গত বছরের পর আবার এই ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠতেই আশঙ্কায় রয়েছে বিশেষজ্ঞ মহল।

আশঙ্কার বিষয় হল, এই সংক্রমণ যদি দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে ভবিষ্যতে বড়সড় বিপদ অপেক্ষা করছে। এখনো পর্যন্ত এই ভাইরাসের কোন টিকা আবিষ্কার হয়নি। এটি ইবোলার থেকেও দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম।


Follow us on :