২৪ এপ্রিল, ২০২৪

British: থেচার-মে'র পর লিজ ট্রাস, ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী, হারলেন ইন্ডিয়ান অরিজিন ঋষি
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-05 19:09:23   Share:   

বরিস জনসনের উত্তরসূরি খুঁজে নিল ব্রিটেনের কনজারভেটিভ পার্টি। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত লিজ ট্রাস। ঋষি সৌনককে ২০ হাজারের বেশি ভোটে হারান তিনি। তবে এই নির্বাচনে ব্রিটেনের জনগণের কোনও ভূমিকা ছিল না। কনজারভেটিভ পার্টির দুই যোগ্য ব্যক্তির মধ্যে একজনকে বেছে নিয়েছেন দলের দেড় লক্ষ সদস্য। লিজের পক্ষে ভোট পড়েছে ৮১ হাজার আর ভারতীয় বংশোদ্ভূত সুনক পেয়েছেন ২০ হাজার ভোট।

তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য একাধিক কেলেঙ্কারিতে বিদ্ধ হওয়ায় মাস দুয়েক আগে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই থেকে শুরু হয়েছিল উত্তরসূরি খোঁজার পালা। অবশেষে সোমবার চূড়ান্ত ফল ঘোষণা কনজারভেটিভ পার্টির। মার্গারেট থেচার এবং থেরেসা মে'র পর তৃতীয় মহিলা হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসবেন অক্সফোর্ড প্রাক্তনী লিজ ট্রাস।

এদিকে, ব্রিটেনে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতৃত্ব নিয়ে লড়াই একসময় জমে উঠেছিল। বরিস জনসন পদত্যাগের পরপরই শূন্যপদ পূরণে প্রথমে ১১ জন প্রার্থী থাকলেও চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে ছিলেন ৫ শীর্ষ নেতা। সেখান ভোটের প্রতি ধাপ পেরিয়ে চূড়ান্ত যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন ট্রাস-সুনক।

তবে একটি সূত্রের দাবি, ঋষি সুনকের পরাজয়ের পিছনে একাধিক বিতর্ক কাজ করেছে। করফাঁকি বিতর্ক, সুনকের স্ত্রী অক্ষতার সঙ্গে রাশিয়ার সম্পর্ক সন্দেহে হওয়া তদন্ত ইস্যু ইত্যাদি ইত্যাদি বিরুদ্ধে গিয়েছে। ঘটনাচক্রে ঋষি সুনক ভারতীয় তথ্য-প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের কর্ণধার নারায়ণমূর্তির জামাই।


Follow us on :