২৫ এপ্রিল, ২০২৪

Brazil: বিপুল জনসমর্থনে ব্রাজিলে ক্ষমতা দখল বামপন্থী লুলা ডি সিলভার, হারলেন বোলসোনারো
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-31 16:20:09   Share:   

তাঁর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ, তিনি স্বৈরাচারী শাসক, করোনা মোকাবিলায় ব্যর্থ। এমনকি দক্ষিণ আমেরিকার ফুসফুস হিসেবে পরিচিত অ্যামাজন জঙ্গল (Amazon Forest) পোড়ানোর দায়ে কাঠগড়ায় তিনি। ব্রাজিলের (Brazil Vote) সেই বিতর্কিত প্রেসিডেন্ট জাইর বোলসোনারো (Jair Bolsonaro) হারলেন সাধারণ নির্বাচন। দেশের প্রায় ৫১% জনতার সমর্থন নিয়ে ক্ষমতার অলিন্দে প্রত্যাবর্তন বামপন্থী নেতা লুলা ডি সিল্ভার (Lula De Silva)। রবিবার প্রকাশিত নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, মোট বৈধ ভোটের ৫০.৮ শতাংশ ভোট পেয়েছেন লুলা। অন্যদিকে বোলসোনারো পেয়েছেন ৪৯.২ শতাংশ ভোট।

নিজের জয় নিশ্চিত হতেই দলীয় সদস্য- সমর্থকদের নিয়ে সাও পাওলো শহরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লুলা। পেলের দেশের আগামি প্রেসিডেন্ট জানান, বিভাজিত ব্রাজিলকে তিনি ‘শান্তি-একতা’ দিয়ে জুড়বেন। প্রবীণ এই রাজনীতিবিদের বার্তা, 'ব্রাজিল আবার ফিরে এল গণতন্ত্র।' নিজের ট্যুইটের সঙ্গে দেশের জাতীয় পতাকার ছবিও পোস্ট করেছেন তিনি।

ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকার এই দেশের দায়িত্ব নিতে চলা আগামি প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও জনতার রায় মানতে নারাজ বোলসোনারো। তাঁর দাবি, নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি  হয়েছে।


Follow us on :