১৯ এপ্রিল, ২০২৪

Kim:জু আয়ে, কিমের মেয়ের নামে আর কেউ রাখতে পারবে না মেয়ের নাম! উত্তর কোরিয়ায় নয়া ফতোয়া
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-17 13:31:42   Share:   

উত্তর কোরিয়ার (North Korea) শাসক কোনও না কোনও কারণে সর্বদা সংবাদ শিরোনামে উঠে আসেন। ফের জল্পনায় কিম জং উন (Kim Jong Un)। তিনি গোটা দেশে একটি নয়া ফতোয়া জারি করেছেন। এবার সন্তানের নাম রাখার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করেন বলে একটি রিপোর্টে দাবি।

উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক সাম্প্রতিক নির্দেশিকায় জানিয়েছে, শাসক কিম জং উনের মেয়ে জু আয়ের (Ju Ae) নামে কেউ নাম রাখতে পারবেন না সেদেশে। যদি কেউ আগেই এই নাম রেখে থাকেন তাহলে তাঁদের অবিলম্বে হলফনামা জমা দিয়ে নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছে প্রশাসন। মেয়ে ও মহিলাদের নাম পরিবর্তনের জন্য নিরাপত্তা মন্ত্রণালয়ে যোগাযোগ করার কথা জানিয়েছে নির্দেশিকায়।

অন্য একটি সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে জু আয়ের নামটি এখন "সর্বোচ্চ মর্যাদার" ব্যক্তিদের জন্য সংরক্ষিত। উল্লেখ্য, কিম জং উনের দ্বিতীয় সন্তান হল জু-আয়ে। আরও দুটি সন্তান রয়েছে কিমের। তবে কানাঘুষো, জু-আয়ে তাঁর সবচেয়ে পছন্দের সন্তান। মনে করা হচ্ছে, নিজের উত্তরসূরি হিসেবে দেশবাসীর সামনে নিজের মেয়েকে তুলে ধরতেই জু-আয়ে'কে নিয়ে এত কাণ্ড।


Follow us on :