২০ এপ্রিল, ২০২৪

Donald Trump: ট্রাম্পকে হত্যার হুমকি ইরানি কমান্ডারের, বদলা নিতে মিসাইলের ব্যবহার!
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-25 16:31:58   Share:   

নতুন ক্রুজ মিসাইল (Cruise Missile) হাতে পেয়েই হুংকার ছাড়ল ইরান (Iran)। আর সেই মিসাইল দিয়েই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যার হুমকি দিল মধ্য-প্রাচ্যের এই দেশ।

সম্প্রতি ১ হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালায় ইরান। এরপরই ইরানের রেভোলিউশনারি গার্ডস অ্য়ারোস্পেস ফোর্সের প্রধান আমিরালি হাজিজাদেহ ট্রাম্পকে নিশানা করেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরানের শীর্ষ নেতা তথা কমান্ডার কাসেম সোলেইমানির মৃত্যুর জন্য় দায়ী ট্রাম্প। তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই তাঁর উপর ড্রোন হামলা হয়। সেই কারণে ঈশ্বরের ইচ্ছায় তাঁরা ট্রাম্পকে হত্যা করতে চান। কোনও লোকানোর বিষয় নয়। একেবারে প্রকাশ্যে জবাব ইরানি কমান্ডারের।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলা হয়েছিল বলে খবর। সেই হামলায় প্রাণ হারান সোলেইমানি। আর এবার দূরপাল্লার মিসাইল হাতে পেয়েই বদলা নিতে পালটা গর্জন শুরু করলেন ইরানের কমান্ডার। ট্রাম্প ছাড়াও তৎকালীন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও-কে হত্যার ছক কষা হচ্ছে বলে জানিয়েছেন ইরানি কমান্ডার আমিরালি হাজিজাদেহ।


Follow us on :