পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের ১৫ দিনের জামিনের মেয়াদ শেষ হলেই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকটি মামলায় ইমরান ২৫ জুন পর্যন্ত জামিনে রয়েছেন। গত ২৫ মে 'হাক্কানি আজাদি মার্চ'কে কেন্দ্র করে বিশৃঙ্খলার সময় এসব মামলা দায়ের করা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার তাঁর টুইটারে পেশোয়ার থেকে ইসলামাবাদ ফেরার ইমরান খানের ঘোষণাকেও স্বাগত জানান। পাশাপাশি বলেন, গত ২৫ মে লং মার্চ চলাকালীন সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জামিন শেষ হলেই তাঁকে গ্রেফতার করা হবে।
গত মাসের আজাদি মার্চে সহিংসতার দায়ে ইমরান খানের বিরুদ্ধে পুলিসও মামলা দায়ের করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে পেশওয়ার হাই কোর্ট সেই মামলায় ইমরান খানকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।