Share this link via
Or copy link
ইজরায়েলি সেনার হানায় বিধ্বস্ত গাজা। মুহুর্মুহু গোলাবর্ষণ, ভেসে আসছে আর্তনাদ আর কান্না। প্রাণ হারাতে হচ্ছে কত নিরীহ মানুষকে। এই পরিস্থিতিতে চাপে পড়ে ইজরায়েলকে বিশেষ শর্ত দিল হামাস গোষ্ঠী।
হামাস পরিচালিত চ্যানেল আল-আকসা টিভিতে বিশেষ শর্ত ঘোষণা করা হয়েছে। হামাসের তরফে জানানো হয়েছে, প্যালেস্তাইনীয় বন্দীদের মুক্তি দিতে হবে। তাহলে তাঁরাও ইজরায়েলি ও বিদেশি নাগরিকদের মুক্তি দেবে। বন্দী মুক্তির শর্ত আজ নয়, আগেও দিয়েছিল হামাস গোষ্ঠী। সেই শর্তে আদৌ ইজরায়েল রাজি হয় কি না, তাঁদের সিদ্ধান্ত কী হয়, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
উল্লেখ্য, শনিবার হামাসের তরফে জানানো হয়, রাশিয়ান-ইজরায়েলি দ্বৈত নাগরিকত্বের আটজন, যাদের বন্দী করা হয়েছিল,তাদের খোঁজ চলছে। মস্কোর অনুরোধে ওই আট নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছেন তাঁরা। এমনিতেই রাশিয়ার সঙ্গে হামাসের সম্পর্ক বেশ ভাল। ইজরায়েল-হামাসের যুদ্ধের প্রথম দিন থেকেই প্যালেস্টাইনের পাশে থেকেছে রাশিয়া।