LATEST NEWS
28 May, 2023

Shooting: ফের বন্দুকবাজের হানা, ওয়াশিংটনে এলোপাথারি গুলি, আহত পুলিসকর্মী
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৬-২০ ০৯:৪০:৪১   Share:   

ফের বন্দুকবাজের আতঙ্ক। এবার একেবারে কড়া নিরাপত্তায় মোড়া খাস ওয়াশিংটন ডিসি এলাকায় এলোপাথারি গুলি। জানা গিয়েছে, ওয়াশিংটনের ১৪তম এলাকা এবং ইউতে ঘটনাটি ঘটেছে। সেখানে রবিবার রাতে একটি মিউজিক কনসার্ট চলছিল। আচমকা এলোপাথারি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ বলে খবর। ইতিমধ্যেই ঘটনায় বহু আমেরিকাবাসীর আহত হওয়ার খবর মিলেছে। আহতের তালিকা রয়েছেন একজন পুলিসকর্মী। গুলিতে মৃত্যু হয়েছে এক কিশোরের।

ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিস ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে,  ওই এলাকাটি সম্পূর্ণ ঘিরে ফেলেছে পুলিস। বন্দুকবাজের হামলায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এবং এক পুলিস অফিসার-সহ দু’জন পথচারী আহত হয়েছেন। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।

Ad code goes here

জানা গিয়েছে, ঘটনাস্থলের কাছেই স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। ভিড় জমেছিল রাস্তায়। আর ভিড় লক্ষ্য করেই গুলি চালায় বন্দুকবাজ। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Ad code goes here

উল্লেখ্য, হোয়াইট হাউস থেকে ঠিক ২ মাইল দূরেই ঘটনাটি ঘটেছে। রবিবার রাতের এই ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :