করোনা আবহে বহু সংস্থাই কর্মী সঙ্কোচনের পথে হেঁটেছে। সেই তালিকায় রয়েছে মাইক্রোসফটও। চলতি মুদ্রাস্ফীতির জাঁতাকলে পড়ে তারা ইতিমধ্যেই তাদের ১ লক্ষ ৮০ হাজার কর্মীবাহিনীর একটা অংশকে ছাঁটাই করেছে। এবার একই পথে হাঁটতে শুরু করেছে গুগল-ও। বিদেশি মুদ্রার মূল্যে যেভাবে ওঠানামা চলছে, তার পরিপ্রেক্ষিতে তারাও ভুগছে চরম অনিশ্চয়তায়। তারই জেরে আপাতত দু সপ্তাহ তারা কর্মী নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, সংস্থা শুধুমাত্র দ্বিতীয় কোয়ার্টারে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করেছে। কোম্পানির সিইও সুন্দর পিচাই জানিয়ে দিয়েছেন, বছরের পড়ে থাকা অংশে তাঁরা নিয়োগ প্রক্রিয়া শ্লথ করে দেবেন।
কোম্পানি সূত্রে জানা গিয়েছে, তারা আপাতত বিভিন্ন কাজের নিরিখে কত লোকবলের প্রয়োজন, তারই পুঙ্খানুপুঙ্খ হিসাব কষতে ব্যস্ত। অর্থাত্, কোম্পানির কত লোক প্রয়োজন এবং কত লোক রয়েছে, সেই তুলনামূলক বিশ্লেষণে নেমেছে তারা। সোজা কথায়, আপাতত কর্মীদের মাথা গুনতি করার কাজ চলছে। জবে কোম্পানি সূত্রেই জানা গিয়েছে, তারা হাতে থাকা কাজ যথারীতি চালিয়ে যাবে। তাতে এর কোনও প্রভাব পড়বে না।