LATEST NEWS
28 May, 2023

America: প্রেমিকাকে খুন করে সমাধিস্থ করতে গিয়ে বিপত্তি, হৃদরোগে মৃত্যু প্রেমিকের
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-১২ ১২:৪৮:০৫   Share:   

কথায় রয়েছে, যেমন কর্ম তেমন ফল। তবে কুকর্মের সঙ্গে সঙ্গে কেউ ফল পাবে, এটা হয়ত একটু বিস্ময়কর। সম্প্রতি আমেরিকায় (America) ঘটে যাওয়া একটি ঘটনা অবাক করে দিয়েছে সকলকে। গলায় ফাঁস দিয়ে নৃশংসভাবে প্রেমিকাকে হত্যা (Murder) করে বৃদ্ধ (Old Man)। এরপর দেহ লোপাট করতে গিয়ে ঘটে বিপত্তি। বাড়ির পিছনে মৃতদেহ সমাধিস্থ করতে গিয়ে হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৃদ্ধের। পরে পুলিস (Police) ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের (autopsy) জন্য পাঠায়।

ঘটনাটি ঘটেছে আমেরিকার সাউথ ক্যারোলিনায়। মৃত প্রৌঢ়ের নাম জোসেফ ম্যাককিন (৬০) (Joseph McKinn)। প্রেমিকা প্যাট্রিকা ডেন্টের (৬৫) সঙ্গে লিভ ইন (Live In) সম্পর্কে ছিলেন তিনি। প্যাট্রিকার যমজ বোন পামেলা ব্রিগস বেশ কয়েকদিন ধরে কোনও খোঁজখবর পাচ্ছিলেন না। তারপরই সন্দেহ হয় তাঁর। এরপর পামেলা পুলিসকে ফোন করে বিষয়টি জানান। পুলিস জোসেফের বাড়িতে যায়। তখনই বাগানে জোসেফের দেহ পড়ে থাকতে দেখে।

Ad code goes here

এরপর তদন্ত শুরু করতেই চক্ষু চড়কগাছ পুলিসের। গোটা বাগান তন্নতন্ন করে খুঁজতে গিয়ে দেখা যায়, একটি কবর খোঁড়া রয়েছে। আর সেই কবরে (grave) প্লাস্টিকে মোড়া প্যাট্রিকার দেহ (DeadBody)পড়ে রয়েছে। সবে যে কবর দেওয়া হয়েছে, তা মাটি দেখেই বুঝতে পেরেছে পুলিস। তারপরই দুজনের দেহ পরীক্ষা করা হয়। আর রিপোর্টে উঠে এসেছে ওই চাঞ্চল্যকর তথ্য। গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে প্যাট্রিকাকে হত্যা করা হয়েছে। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে জোসেফের মৃত্যু হয়।

Ad code goes here

ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোনের মৃত্যুসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পামেলা।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :