দীর্ঘ টালবাহানার পর অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জি রাজাপক্ষে। বৃহস্পতিবার সিঙ্গাপুর নেমেই এই পদক্ষেপ নিয়েছেন দ্বীপ রাষ্ট্র থেকে পলাতক রাজাপক্ষে। এই খবর চড়িয়ে পড়তেই শ্রীলঙ্কাজুড়ে উৎসবের মেজাজ। রাজাপক্ষে সংসদের অধ্যক্ষকে পাঠিয়েছেন পদত্যাগপত্র।
এই খুশিতে কলোম্বোর রাস্তায় আতসবাজি ফাটাতে দেখা গিয়েছে স্থানীয়দের। এদিকে, ইস্তফা না দিয়েই বুধবার দেশ থেকে পালিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে। আশ্রয় নিয়েছিলেন মালদ্বীপে। এবার সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছন বলে খবর। যার জেরে বুধবার রাতে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বলে সূত্রের খবর।
দ্বীপ দেশটির সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আরও উত্তেজিত হয়ে ওঠেন। যার জেরে ইস্তফা না দিয়েই দেশ ছাড়লেন। ইস্তফা দিয়ে সুরক্ষিতভাবে দেশ ছাড়তে পারতেন না বলে জানিয়েছে ঘনিষ্ঠ মহল। তাই রাতের অন্ধকারেই সস্ত্রীক মালদ্বীপ পৌঁছে যান রাজাপক্ষে।