২০ এপ্রিল, ২০২৪

Vaccine: স্পুটনিক আবিষ্কারক বিজ্ঞানীর রহস্যমৃত্যু রাশিয়ায়, পরিবার 'ষড়যন্ত্র' দেখছে
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-04 18:38:36   Share:   

কোভিড অতিমারির সময়ে প্রথম ভ্যাকসিন রাশিয়ার স্পুটনিক-ভি (Sputnik V)। বৃহস্পতিবার সেই টিকা প্রস্তুতকারী বিজ্ঞানী (Scientist Mystery Death) আন্দ্রে বোটিকভের মৃতদেহ উদ্ধার তাঁর আবাসনে। আন্দ্রেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের (Post Mortem) প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। ইতিমধ্যেই আন্দ্রের খুনি সন্দেহে পুলিস শনিবার এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া যুবকের বয়ানে অসঙ্গতি রয়েছে বলেও পুলিস সূত্রে খবর।

৪৭ বছর বয়সি আন্দ্রে একজন গবেষক হিসেবে কাজ করতেন। রিপোর্ট অনুযায়ী, আন্দ্রে সেই ১৮ জন বিজ্ঞানীর এক জন, যাঁরা ২০২০ সালে স্পুটনিক-ভি টিকা তৈরি করেছিলেন। কোভিড টিকা নিয়ে কাজ করার জন্য ২০২১ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেন।

অনুমান, ২৯ বছরের অভিযুক্ত আন্দ্রেকে শ্বাসরোধ করে খুন করে পালিয়েছেন। যদিও নিহতর পরিবার পুলিসের যুক্তি মানতে রাজি নয়। আন্দ্রের খুন হওয়ার নেপথ্যে কোনও বৃহৎ ষড়যন্ত্র রয়েছে বলেই পরিবারের দাবি।


Follow us on :