প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। আততায়ীর গুলিতে প্রাণ হারালেন শিনজো আবে। জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে পশ্চিম জাপান অঞ্চলে গুলিবিদ্ধ হন তিনি। সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ভরা সভায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়া হয় তাঁকে। পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই তাঁর উপরে গুলি চালায় আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়তে দেখা যায় শিনজো আবেকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল তাঁর বুকে গুলি লাগে।
প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো জানান, আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে। দুবার গুলিবিদ্ধ হন তিনি। দ্বিতীয় গুলিটি লাগে পিছনে। শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে অর্থাৎ ভারতীয় সময় সকাল ৮.২৯মিনিটে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে সংবাদসংস্থা সূত্রে জানা গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর শরীরে কোনও প্রাণের কোনও স্পন্দন দেখা যায়নি।
জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।