২৪ এপ্রিল, ২০২৪

Zuckerberg: টুইটারের পথে হাঁটবে ফেসবুক, বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারেন জুকারবার্গ
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-07 18:17:00   Share:   

ফেসবুকের (Facebook) মূল সংস্থা মেটা (Meta) চলতি সপ্তাহে হাজার হাজার কর্মী ছাঁটাই (Lay Off) করার পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে। কিছুদিন আগে এলন মাস্কের টুইটার সংস্থা গণছাঁটায়ের পথে হেঁটেছিলেন। এবার সেই একই পথ অবলম্বন করলেন মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি সপ্তাহে বুধবারের মধ্যেই মেটা থেকে ছাঁটাইয়ের ঘোষণা করতে পারে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনও কিছু বলেনি মেটা কর্তৃপক্ষ। কোম্পানির রাজস্ব টানা দুই আর্থিক ত্রৈমাসিকের জন্য কমে যাওয়ার ফলে এ সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে বলে খবর। এমনকি সিইও মার্ক জুকারবার্গ অগাস্টে একটি মিটিং-এ কর্মীদের বলেছিলেন,  "কোম্পানিতে একগুচ্ছ লোক রয়েছে যাদের এখানে থাকা উচিত নয়। কর্মীরা যদি মনে করেন তারা মেটা-এর অন্তর্গত নয় তবে ঠিক আছে৷"

অক্টোবর মাসে যে রিপোর্ট প্রকাশ হয়েছিল, তাতে দেখা গিয়েছে, সংস্থার স্টক মার্কেট ভ্যালু অনেক কমে গিয়েছে। অনেকটাই ক্ষতির মুখে পড়েছিল মেটা সংস্থা। এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিতে নতুন কর্মী নিয়োগও স্থগিত রাখতে হয়েছে। জুকারবার্গ অনেক ক্ষেত্রে খরচেও লাগাম টেনেছেন। সে কারণেই কর্মী ছাঁটায়ের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি টুইটার অধিগ্রহণের পর গণছাঁটাইয়ের পথে হেঁটেছেন মাস্ক। তিনি জানিয়েছেন, সংস্থার খরচ নিয়ন্ত্রণে রাখতে, প্রয়োজনের বাইরে কর্মী নিয়োগের কোনও প্রয়োজন নেই। তাই ছাঁটাইকেই একমাত্র উপায় হিসেবে বেঁচে নিয়েছিলেন।


Follow us on :