২৭ বছরের পথ চলায় ইতি। অবশেষে অবসর গ্রহণের পথে ইন্টারনেট এক্সপ্লোরার। ১৫ জুন থেকে আর দেখা যাবে না মাইক্রোসফটের এই পুরনো ব্রাউজারটিকে। তাই আলবিদা জানাচ্ছে গোটা নেটদুনিয়া। এক সময়ের একমাত্র অবলম্বন ছিল এই ইন্টারনেট এক্সপ্লোরার।
উল্লেখ্য, গত বছরই ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের বিষয়ে ঘোষণা করে দিয়েছিল মাইক্রোসফট। ১৫ জুনের পর উইন্ডোজ টেনের কিছু ভার্সনে আর দেখা মিলবে না এই ব্রাউজারের। বিকল্প হিসাবে মাইক্রোসফট এজ ব্যবহারের পরামর্শ দিয়েছে। আরও খবর, আগামী ১৫ তারিখ থেকে ডেস্কটপেও কাজ করবে না এক্সপ্লোরার। বেশ কয়েক বছর ধরে ব্যবহারহীন হয়ে পড়ে ব্রাউজারটি। গুগল ক্রোম, ফায়ারফক্স দৌড়ে অনেকটা এগিয়ে যায়। ২০১৫ সালে এজ ব্রাউজারের পথ চলা শুরুই কাল হয়ে দাঁড়ায় ইন্টারনেট এক্সপ্লোরারের।
বলা যায়, কালের নিয়ম মেনে নবীনকে জায়গা ছেড়ে দিতে হয় পুরনোদের। তাই করেছে এক্সপ্লোরার। নেটিজেনরা ব্রাউজারের স্মৃতিতে একাধিক পোস্ট এবং মিম বানিয়েছেন। যা শেয়ারও করা হয়েছে টুইটারে।
It's an search engine for others, but for me, it's my childhood journey with internet. THANKS FOR YOUR SERVICE. ☺️ #InternetExplorer pic.twitter.com/OHqmYmnn0v
— Chandrabhan Paikara (@cb_paikara) June 13, 2022