ফের শ্রীলঙ্কা অগ্নিগর্ভ। গণবিক্ষোভ আছড়ে পড়ল রনিল বিক্রমসিংহের বাড়িতে। বিক্রমসিংহের বাসভবন লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে জুতো। সেদেশের প্রেসিডেন্ট রাজাপক্ষে দেশ ছাড়ার কয়েক ঘণ্টা পর বুধবার সংকট বিধ্বস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হল। পুলিস সূত্রে জানা গেছে, ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ন্ত্রণে রাজধানী কলম্বো সহ পশ্চিম প্রদেশ জুড়ে একটি অনির্দিষ্টকালের জন্য কারফিউ আরোপ করা হয়েছে, জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মুখপাত্র দিনুক কলম্বেজ সংবাদসংস্থাকে জানিয়েছেন,"প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় দেশের পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।" উল্লেখ্য, রাজাপক্ষে সামরিক বিমানে মালদ্বীপে যাওয়ার পরে ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে এই ব্যবস্থা ঘোষণা।
হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে। শেষ পর্যন্ত পুলিসকে টিয়ার গ্যাস ছুুঁড়ে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে হয়। এক পুলিস আধিকারিক জানান, "কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের কারফিউ দরকার।"