পৃথিবীর দিকে সাঁই সাঁই করে ধেয়ে আসছে এক রাক্ষুসে গ্রহাণু। আমেরিকান স্পেস এজেন্সি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা (NASA) জানিয়েছে, ভয়ঙ্কর গতিতে আমাদের গ্রহের দিতে ধেয়ে আসছে এই বিশাল গ্রহাণুটি (Asteroid)। আগামী ১৬ মে রাত ২ টো বেজে ৪৮ মিনিটে 388945(2008 TZ3) নামের এই বিশাল গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে। নাসা আরও জানিয়েছে, গ্রহাণুটির প্রস্থ ১,৬০৮ ফুট। তুলনামূলকভাবে, এটি নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের (Empire State building) থেকেও বড়। এছাডা়ও এটি আইফেল টাওয়ার (Eiffel Tower) ও স্ট্যাচু অফ লিবার্টির (Statue of Liberty) চাইতেও বেশ বড়।
এই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত করলে বিশাল ক্ষতি হতে পারে। কিন্তু মহাকাশ বিজ্ঞানীদের হিসাব বলছে, এটি পৃথিবী থেকে প্রায় ২.৫ মিলিয়ন মাইল দূর দিয়ে চলে যাবে। খাতায় কলমে এই দূরত্ব অনেক মনে হতে পারে, তবে মহাকাশের দিক থেকে তা নয়। আর সেই কারণেই নাসা এটিকে ''ক্লোজ অ্যাপ্রোচ" হিসেবে চিহ্নিত করেছে।
এর আগেও এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছে৷ শেষবার ২০২০ সালের মে মাসে পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গিয়েছে। পৃথিবী আর ওই গ্রহাণুর দূরত্ব ছিল ১.৭ মিলিয়ন মাইল। এই গ্রহাণুটি প্রতি ২ বছর অন্তর পৃথিবীর পাশ দিয়ে যায়। পরেরবার এটি ২০২৪ সালের মে মাসে পৃথিবীর কাছ দিয়ে চলে যাবে। নাসার তরফে জানানো হয়েছে, গ্রহাণুটি আবার ২১৬৩ সালের মে মাসে পৃথিবীর কাছাকাছি আসবে।