২৪ এপ্রিল, ২০২৪

Jail: পাক জেলে কয়েদি-কারারক্ষী সংঘর্ষ, ভাঙচুর-আগুন! শূন্যে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-25 14:41:07   Share:   

আচমকা পাকিস্তানের (Pakistan) গুজরাট কেন্দ্রীয় কারাগারে (Jail) গুলির শব্দ। কারাগারে বন্দি কয়েদি ও জেলকর্মীদের মধ্যে শুরু বিবাদ। আর দাঙ্গা এমন পর্যায়ে পৌঁছয় বন্দিদের নিয়ন্ত্রণে শূন্যে গুলি ছুড়ল (Gunshots) পুলিস। ঘটনায় আহত হয়েছেন ডেপুটি সুপার-সহ বেশ কয়েক জন পুলিসকর্মী। পাকিস্তানের গুজরাতের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য।

পাক সংবাদপত্র সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৫টা নাগাদ (স্থানীয় সময়) গুজরাট জেলা জেলে সংঘর্ষ শুরু হয়েছিল। কারাগারের আধিকারিকদের সঙ্গে বন্দিদের প্রথমে বচসা বাঁধে। এরপর উত্তেজিত হয়ে কয়েদিরা ব্যারাকে আগুন ধরিয়ে দেয়। সেখানে থাকা পুলিসকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগও ওঠে। এরপর পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে গুলি চালানো হয়। তাতে যদিও নিয়ন্ত্রণে আসেনি বিক্ষোভ। ঘটনায়  গুরুতর জখম হন গুজরাত সিটি সার্কল ডিএসপি পারভেজ গোন্দল-সহ বেশ কয়েক জন আধিকারিক।

একটি রিপোর্ট অনুযায়ী, দাঙ্গায় মোট ১২ জন পুলিস আহত হয়েছেন। কিছু বন্দিকে কারাগারের ছাদে উঠতে দেখা গিয়েছিল। বেশ কিছু জেল কুঠুরিতে আগুন ধরিয়ে দেয়। কয়েদিরা যাতে পালাতে না পারেন, জেলের চারপাশে ঘিরে ফেলা হয়। ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্জাবের নবনিযুক্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভি সিনিয়র পুলিস অফিসারদের দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।


Follow us on :