ব্রেকিং নিউজ
China-stands-by-Pakistan-in-financial-crisis-Xi-Jinping-announced-9-billion-dollars-in-aid
Jinping: আর্থিক সঙ্কটে বিপর্যস্ত পাকিস্তানের পাশে চিন, ৯০০ কোটি ডলার সাহায্যের ঘোষণা জিনপিংয়ের

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-11-08 10:49:30


গত সপ্তাহে চিন (China) সফরে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তখনই চিনের তরফ থেকে পাকিস্তানকে (Pakistan) আর্থিক সহায়তার ইঙ্গিত মিলেছিল। সোমবার তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। তবে এখন প্রশ্ন হচ্ছে কত টাকা আর্থিক সাহায্য করছে (financial crisis) চিন সরকার? সূত্র মারফত খবর, পাকিস্তানকে ৯০০ কোটি ডলার (প্রায় ৭৩ হাজার ৬৬০ কোটি টাকা) সাহায্য প্রদান করতে চলেছে চিন।

গত বৃহস্পতিবার শাহবাজ়ের চিন সফরের সময় চিনা প্রেসিডেন্ট পাকিস্তানকে আর্থিক সাহায্য করবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠলে, জবাবে পাক অর্থমন্ত্রী ইশাক দার বলেন,  ‘‘চিন্তার কারণ নেই। আমরা হতাশ করব না।’’ এর পর তিনি শনিবার বলেছিলেন, ‘‘দুর্বল অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টায় চিনের থেকে ৯০০ কোটি এবং সৌদি আরবের থেকে ৪০০ কোটি ডলার সাহায্য পাবে পাকিস্তান।’’

চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বেইজিংয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন, "পাকিস্তানের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য যতটা সম্ভব সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করবে চিন। আমরা তা করে আসছি, এবং আমরা তা অব্যাহত রাখব।" পাক রাজনীতিতে সাম্প্রতিক অস্থিরতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর গুলি চালানোর ঘটনা নিয়ে কোনও মন্তব্য না করে ঝাও বলেন, ‘‘আমরা ওঁর (ইমরান) দ্রুত আরোগ্য কামনা করি।’’

শরিফের বেইজিং সফরের সময়, শি জিনপিং প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার সার্বভৌম ঋণ, বাণিজ্যিক ব্যাঙ্ক ঋণের ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার পুনঃঅর্থায়ন এবং প্রায় ১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার মুদ্রার অদলবদল বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন