রাশিয়া ও চিনের জোট সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ভ্লাদিমির পুতিনের পাশে থাকা দেশগুলিকেও সতর্ক করল যুক্তরাষ্ট্র। জানাল ওই দেশগুলি "ইতিহাসের ভুল দিকে" থাকবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, চিন নিজেকে নিরপেক্ষ বলে দাবি করে। কিন্তু তার আচরণ স্পষ্ট করে দেয় যে তারা রাশিয়ার সঙ্গেই রয়েছে। চিন ইউক্রেনে মস্কোর আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকার করেছে। তিনি আরও বলেন, ওয়াশিংটন চিনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসনের তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। চিন এখনও রাশিয়ার পাশে আছে। বিশ্বজুড়ে রাশিয়ান প্রচারের প্রতিধ্বনি হয়ে উঠেছে চিন। আন্তর্জাতিক সংস্থাও রাশিয়াকে রক্ষা করছে। এবং তারা ইউক্রেনে রাশিয়ার নৃশংসতাকে অস্বীকার করছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর বুধবার প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা বৈঠক হয়।