স্বাধীনতার ২০০ তম বার্ষিকী উদযাপন ব্রাজিলে (brazil)। স্বাধীনতার ওপর ১১ টি চিত্র আঁকলেন গ্র্যাফিটি শিল্পীরা (Graffiti artist)। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের ব্রাসিলিয়ার থ্রি পাওয়ার প্লাজায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিয়ে মূলত ভুল তথ্য, জাল খবর এবং ঘৃণাত্মক বক্তব্যের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছে ব্রাজিল সুপ্রিম কোর্ট (Brazil Supreme Court)। এক একটি ছবি এমনভাবেই বানানো হয়েছে যা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ছবিগুলির মধ্যে কোনওটা বর্ণবৈষম্যকে দূর করার বার্তা, তো আবার মানুষকে সজাগ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও আবার ফুটে উঠেছে আদিবাসী মহিলাদের মুখও। ক্যারিওকা গ্র্যাফিটি স্কুল (Carioca Graffiti School) এবং রিও ডি জেনিরোর গ্র্যাফিটি মিউজিয়ামের অধিকর্তা রাফায়েল আরাউজো ডস সান্তোস বারবোসার পক্ষ থেকে এই সকল শিল্পীদের আঁকার জন্য নিয়োগ করা হয়েছিল।
প্রসঙ্গত, ব্রাজিল দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ। ১৮২২ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রাজিল। বর্তমান পরিস্থিতিতে ব্রাজিলের আদিবাসী সমাজকে আরও উন্নত করার প্রয়াস করছে সেই দেশের সরকার। তাই ২০০ বছরের স্বাধীনতা দিবস উদযাপনে এই কর্মসূচি গ্রহণ করেছে স্বয়ং ব্রাজিল সুপ্রিম কোর্ট।