কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে (Suicide Blast) নিহত অন্তত ২০ জন। শহরের বিদেশ মন্ত্রকের (Foreign Ministry) অফিসের সামনে এই বিস্ফোরণ। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবারের এই বিস্ফোরণে বাড়তে পারে হতাহতের সংখ্যা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বিস্ফোরণের সময় বিদেশ মন্ত্রকে চিনের আধিকারিকদের সঙ্গে তালিবান প্রশাসনের বৈঠক চলছিল। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। বুধবারের এই হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন জামশেদ করিমি নামে এক গাড়ি চালক। জামশেদ বলেন, ‘‘আমি জানি না, বিস্ফোরণে কত জন হতাহত হয়েছেন। তবে বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দিতে এক জনকে দেখেছি।’’ এই হামলার সত্যতা স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। শহরে বিস্ফোরণ হয়েছে বলে জানান কাবুল পুলিসের মুখপাত্র।