পাকিস্তানের বালুচিস্তানের আত্মঘাতী বিস্ফোরণের পর একইদিনে আফগানিস্তানের মাদ্রাসা বোমা হামলা। এই ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে, যাঁদের মধ্যে স্কুল পড়ুয়াও রয়েছে। আন্তর্জাতিক এক সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার উত্তর আফগানিস্তানের এক মাদ্রাসা আচমকা কেঁপে ওঠে বিস্ফোরণে। স্থানীয় এক হাসপাতাল সূত্র ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে। এখনও কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
জানা গিয়েছে, আফগানিস্তানের সমঙ্গন প্রদেশের ওই মাদ্রাসায় বুধবার স্থানীয় সময় দুপুর প্রায় একটা নাগাদ বিস্ফোরণ ঘটে। তীব্র বিস্ফোরণে কাঁপে চার দিক। তালিবান ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
এদিকে, পাকিস্তানের বালুচিস্তানের কোয়েটার বিস্ফোরণে এক শিশু-সহ দু'জন নিহত। বিস্ফোরণে ২০ জন পুলিস কর্মকর্তা আহত হয়েছেন বলে সূত্রের খবর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এটা আত্মঘাতী বিস্ফোরণ।