১৭ এপ্রিল, ২০২৪

Plane: নেপাল বিমান দুর্ঘটনায় উদ্ধার ব্ল্যাক বক্স, কুয়াশা না যান্ত্রিক ত্রুটি?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-16 14:15:36   Share:   

নেপালের পোখরা বিমান (Nepal Plane Crash) দুর্ঘটনায় উদ্ধার ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স। এই দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্স উদ্ধার (Black Box rescue) করতে সমর্থ হয়েছে উদ্ধারকারী দল। বিমানবন্দরের এক আধিকারিক জানান, সোমবার সকালেই ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছে। এবার দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। রবিবার বেলা ১১টা নাগাদ কাঠমান্ডু (Kathmandu) থেকে উড়ে বিমানটি পোখরায় অবতরণের ১০ সেকেন্ড আগে আচমকাই ভেঙে পড়ে। স্থানীয় এক নদীর তীর থেকে জ্বলন্ত উদ্ধার হয় বিমানের ধ্বংসাবশেষ। এই ঘটনায় বিমানের পাইলট, কেবিন ক্রু-সহ সব যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল সেনা।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে পাঁচ ভারতীয়ও রয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা। যদিও পরে নেপালের বিমান পরিবহণ মন্ত্রক জানায়, আকাশ পরিষ্কারই ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়েছে। এদিকে বিমান ভাঙার আগের মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই একদম বাঁক নিয়ে বিমানটি ভেঙে পড়ার দৃশ্য ধরা পড়েছে। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই এভাবে বাঁক নিতে হয়েছিল বিমানকে। ফলে নিয়ন্ত্রণ হারায় সেই বিমান। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে নেপালের বিমান পরিবহণ মন্ত্রক।

যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।


Follow us on :