এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমেরিকার (America) মলোকাই চ্যানেল (Molokai Channel) জয় করলেন কালনার ‘জলকন্যা’ সায়নী দাস (Sayani Das)। বর্তমানে সপ্তসিন্ধু জয়ের স্বপ্নে বিভোর কালনার (Kalna) বারুইপুরের (Baruipur) মেয়ে। সেই স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে গেল সায়নী। আর এই ঐতিহাসিক জয়ের সঙ্গী সায়নীর কোচ তথা বাবা রাধেশ্যাম দাস।
উল্লেখ্য, ২০১৭ সালে ইংলিশ চ্যানেল (English Channel), ২০১৮-তে রটনেষ্ট ও ২০১৯-এ ক্যাটলিনার জলে নেমে ভারত তথা বাংলা ও বাঙালির মুখ উজ্বল করেছিলেন সায়নী। ২০২০ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেলে তাঁর নামার ইচ্ছা থাকলেও করোনার (Corona) কারণে তা সম্ভব হয়নি। শেষমেশ মিলল অনুমতি। নতুন পালক মুকুটে তোলার স্বপ্নে ২৯শে মার্চ মার্কিন মুলুকে পা রেখেছিলেন সায়নী দাস। এপ্রিল মাসের প্রথম দু'সপ্তাহের মধ্যে মলোকাইয়ের জলে নামার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। ২৬ থেকে ২৮শে এপ্রিল জলে নামার অনুমতি পান সায়নী। সেই মতোই স্বপ্নপূরণের লক্ষ্যে মলোকাইয়ের জলে নেমে পড়েন।
জলের সঙ্গে লড়াইটা একদমই সহজ ছিল না। কিন্তু হেরে যাওয়া যে বড্ড না-পসন্দ সায়নীর। মলোকাইয়ের জলে ছিল ভয়ংকর হাঙরের(shark) উৎপাত। এছাড়া লম্বায় এই চ্যানেলের দৈর্ঘ্য ছিল ২৬ মাইল। শুধু তাই নয়, কোথাও কোথাও ২ থেকে আড়াই হাজার ফুট পর্যন্ত এর গভীরতা। ফলে যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। তবে কোনও বাধায় দমাতে পারেনি সায়নীকে। ভারতকে বিশ্বের দরবারে ফের একবার শ্রেষ্ঠ আসনে উন্নীত করলেন সায়নী।
জানা গিয়েছে, এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে তিনি প্রথম। এর আগে এশিয়া থেকে দুজন পুরুষ সাঁতারু মলোকাই চ্যানেলে নেমেছেন।