ব্রেকিং নিউজ
Ukraine: সাঁড়াশি আক্রমণ, ইউক্রেনে আঘাত হানতে সশস্ত্র বাহিনী পাঠাচ্ছে বেলারুশ
HomeinternationalUkraine: সাঁড়াশি আক্রমণ, ইউক্রেনে আঘাত হানতে সশস্ত্র বাহিনী পাঠাচ্ছে বেলারুশ
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-11 18:24:11
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে (Ukraine-Russia War) প্রথম দিন থেকেই রাশিয়ার পাশে ছিল বেলারুশ (Belarus)। এবার রাশিয়াকে সাহায্য করতে আরও এক ধাপ এগিয়ে এল। এতদিন পর্যন্ত সরাসরি যুদ্ধে নামেনি রাশিয়া (Russia)। এবার ইউক্রেনে সরাসরি আঘাত হানার উদ্দেশ্যে দক্ষিণ ইউক্রেন সীমান্তে বিশেষ সশস্ত্র বাহিনী পাঠাতে চলেছে বেলারুশ। এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।
উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট (Belarus President) আলেকজান্ডার লুকাশেঙ্কো (Alexander Lukashenko)। কিয়েভ (kyiv) দখলে মরিয়া হয়ে উঠেছিল রাশিয়া। তখন বেলারুশ সীমান্ত থেকে রুশ বাহিনী হামলা চালিয়েছিল কিয়েভের উপর। আর এবার বেলারুশ প্রশাসনের সিদ্ধান্তে কার্যত চাপে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি (Volodymyr Zelenskyy)।
যদিও ইউক্রেনে সরাসরি সঙ্ঘাতের বিষয়টি উড়িয়ে দিয়েছেন বেলারুশ সেনাপ্রধান জেনারেল স্টাফ ভিক্টর গুলেভিচ। তিনি বলেছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে আমেরিকা (America) এবং ন্যাটো (NATO ) দেশগুলি ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে। আর সেই সংখ্যাতে লাগাম টানতে ইউক্রেন সীমান্তে বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েন করছে। এই পদক্ষেপ সরাসরি আক্রমণ বা সঙ্ঘাতের উদ্দেশ্যে নয়। কেবল সেনাদের সাবধান করার উদ্দেশ্যে।