২৪ এপ্রিল, ২০২৪

Dhaka: পদ্মা সেতু,ঢাকা মেট্রোর পর এবার স্মার্ট সিটি বানানোর পরিকল্পনা শেখ হাসিনার
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-20 11:47:00   Share:   

পদ্মা সেতুর (Padma Setu Inauguration) উদ্বোধন হয়েছে দিন কয়েক আগে। ঢাকায় চালু হয়েছে মেট্রো পরিষেবাও। রবিবার একটি উড়ালপুলের উদ্বোধনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Seikh Hasina) ঘোষণা করলেন খুব শীঘ্রই ঢাকাকে স্মার্টসিটি হিসাবে তৈরি করবে বাংলাদেশ সরকার। এবছর নভেম্বরেই মেয়াদ ফুরোচ্ছে বাংলাদেশের (Bangladesh) হাসিনা-সরকারের।

তার আগেই ঢাকাকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার কাজ সম্পূর্ণ করতে পারবেন হাসিনা? এই প্রশ্ন ঘুরেফিরে আসছে বিরোধী মহলে। রবিবার সে সম্পর্কে বিশদ জানান প্রধানমন্ত্রী হাসিনা। রবিবার হাসিনা বলেন, 'ঢাকাকে আমরা স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলব। ঢাকার মূল সমস্যা হল যোগাযোগ ব্যবস্থা। আমাদের লক্ষ্য হবে এই সমস্যার দ্রুত সমাধান করা।'

তবে একইসঙ্গে তিনি জানান, গত বেশ কয়েক বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের রাজধানী শহরের পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে।


Follow us on :