Share this link via
Or copy link
কিছুতেই কমছে না মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। এবার তার প্রভাব পড়ল নাইজেরিয়ায়। রবিবার একটি গির্জায় প্রার্থনা চলাকালীন আচমকা আক্রমণ করে বন্দুকবাজের দল। হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। গুরুতর আহত বহু।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ছুটির দিন হওয়ায় অনেকেই এসেছিলেন অন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনার জন্য। সেই সময় প্রবেশ করে ওই বন্দুকবাজরা। এরপর চার্চের ফাদারকে বন্দি করে প্রার্থনা করতে আসা ভক্তদের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে। এই হামলায় বেশ কয়েক জন শিশুও মারা গিয়েছে। যদিও হামলায় ঠিক কত জন নিহত হয়েছেন সরকারি ভাবে তা এখনও জানানো হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, ওই ঘটনার সময়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, গির্জা ভেসে যাচ্ছে রক্তে। আর এদিক-ওদিক পড়ে চার্চে প্রার্থনা করতে আসা মানুষেরা। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আশে বিশাল পুলিসবাহিনী।