গভীর রাতে দক্ষিণ নাইজেরিয়ায় (Nigeria) ভয়াবহ বিস্ফোরণ (Explosion)। ঘটনায় প্রাণ(Death) হারিয়েছেন অন্ততপক্ষে শতাধিক। শুক্রবার রাতের দিকে দক্ষিণ নাইজেরিয়ায় অবস্থিত রিভার্স ও ইমো প্রদেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এক বেআইনি তেল শোধনাগারে (oil refinery ) বিস্ফোরণটি হয়েছে বলে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণে কমপক্ষে ১০৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, বেআইনিভাবে (illegally ) অপরিশোধিত তেলের পরিশোধন হয়ে থাকে দক্ষিণের তেলের এই অঞ্চলে। সেখানে কালোবাজারিরা পাইপলাইন ভাঙচুর করে অপরিশোধিত তেল সংগ্রহ করে তা কালোবাজারে বিক্রি করে দেয়।
উল্লেখ্য, দক্ষিণ নাইজেরিয়ায় বেআইনিভাবে পাইপলাইন ভাঙচুর করে অপরিশোধিত তেল চুরি করে অনেকেই, পরে সেই তেল কালোবাজারে বিক্রি করা দেয় চোরা কারবারিরা। গত বছরও এই রিভার্স স্টেটেই একটি বেআইনি তেল শোধনাগারের বিস্ফোরণে ও অগ্নিকাণ্ডে শিশু সহ অনেকে মারা গিয়েছিলেন। এবারও প্রায় একই ঘটনার সম্মুখীন হল এলাকাবাসী।