শ্রীলঙ্কার সামগ্রিক পরিস্থিতি আরও ভয়াবহ দিকে ঘুরে গেল। এবার সরাসরি ক্ষোভ আছড়ে পড়ল কলম্বোতে, রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে। ব্যারিকেড ভেঙে উত্তেজিত জনতা বাসভবনের দিকে এগিয়ে গেলে পুলিসের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস শূন্যে গুলি চালায়। যদিও শনিবারই তাঁর এই বাসভবন ছেড়ে নিরাপদ জায়গায় কার্যত পালিয়ে গিয়েছেন রাষ্ট্রপতি, এমনটাই বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কাতে এমন পরিস্থিতি যে হতে পারে, তা জানাই ছিল। আর তাই আগাম সতর্কতা হিসাবে জারি করা হয়েছিল কার্ফু। কিন্তু বিরোধী পক্ষের তরফে আইনি চ্যালেঞ্জ আসার পর সেই কার্ফু তুলে নেওয়া হয়। আর তারপরই হাজার হাজার মানুষ রাষ্ট্রপতি ভবন অভিযানে নামে। এমনকী, বিক্ষোভকারীরা রেলের উপরও চাপ সৃষ্টি করেছিল ট্রেন চালানোর জন্য, যাতে তারা কলম্বোতে বিক্ষোভে অংশ নিতে পারে। শ্রীলঙ্কায় এখন জ্বালানির ভয়াবহ সংকট চলছে। কিন্তু তার প্রভাব এদিনের বিক্ষোভে চোখে পড়েনি। হাজার হাজার মানুষ বাস, ট্রেন, এমনকী ট্রাক ভর্তি করে কলম্বোতে জমায়েত করে। লক্ষ্য একটাই, ব্যর্থ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ। ক্ষমতা আঁকড়ে থাকার জেরেই দেশ এতবড় বিপর্যয়ের মুখে পড়েছে বলে মনে করছেন বিক্ষোভকারীরা। তাই তাঁদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে, এমনটাই হুঁশিয়ারি তাঁরা দিয়েছেন।
শ্রীলঙ্কার একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর ছিল যে, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সেই কারণেই রাষ্ট্রপতিকে ইতিমধ্যেই সেনার সদর দফতরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ক্রিকেটার সনত্ জয়সূর্য ট্যুইট করে বলেছেন, তাঁর সারা জীবনে তিনি কখনও ব্যর্থ নেতৃত্বের বিরুদ্ধে একজোট হয়ে এমন আন্দোলন দেখেননি।
গোটা দেশের এখন একটাই স্লোগান, 'গো হোম গোতা'।